Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 28/07/2023, 20:38:31 UTC
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।

মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আর যারা মাইনিং করে তাদের বলা হয় মাইনার।

সেরা কয়েকটি মাইনিং অ্যাপ
১. Satoshi
২. Bee Network
৩. CatStar
৪. B-Love Network
৫. OM
৬. Remint Network
৭. Sweatcoin
৮. Punk Panda
৯. Pi
১০. Sidra Bank
প্রকৃতপক্ষে মাইনিং একটি ক্রিপ্টো কারেন্সি তৈরির প্রক্রিয়া নয়। প্রকৃতপক্ষে মাইনিং হল ক্রিপ্টো কারেন্সিতে নতুন নতুন ব্লক যোগ করার প্রক্রিয়া। প যখন আপনি কোন ক্রিপটো কারেন্সি লেনদেন করবেন তখন এই লেনদেনগুলোকে ব্লকে সংযুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় মাইনিং।
ক্রিপটো কানেন্সি মাইনিং কি এবং কিভাবে কাজ করে বা আরো বিস্তারিতভাবে জানতে আপনি CoinAlap এই আর্টিকেলটি দেখতে পারেন: গাইডলাইনক্রিপ্টোকারেন্সি মাইনিং কি?

আর আপনি যে ধরনের মাইনিং এর কথা বললেন এগুলো কে সাধারণত ভার্চুয়াল মাইনিং বলা হয় যাকে আমি কোন মাইনিং ই মনে করি না। কিছু নতুন নতুন প্রজেক্ট আছে এরা জাস্ট সরাসরি এয়ারড্রপ না দিয়ে ভার্চুয়াল মাইনিং এর নাম করে একটিভ ইউজার বাড়ায়। এসব প্রজেক্টের বেশিরভাগই স্ক্যাম টাইপের হয় তবে সবগুলো না। ভার্চুয়াল মাইনিং এর জগতে সবচেয়ে বড় একটি উদাহরণ হল: PI Network যা এখনো মার্কেটে ট্রেডিং শুরু হয়নি। আপনি হয়তো একসাথে অনেকগুলো ভার্চুয়াল মাইনিং প্রজেক্ট এ কাজ করতে পারেন তবে তার মধ্যে দুই একটা প্রজেক্ট আপনাকে মোটামুটি পেমেন্ট দিতে পারে আর বেশিরভাগই আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবে বা স্ক্যাম করবে। তাই এই ধরনের প্রজেক্ট থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।