টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারি

টুইটারে আপনি খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং ফলোয়ার গুলো একটিভ ফলোয়ার হবে মনে বট নয়।
এরজন্য কয়েকটি কার্যকারী উপায় আছে যেমন : কিছু ওয়েবসাইট আছে দেখবেন YoulikeHits সহ আরো অন্যান্য এগুলোতে পয়েন্ট কালেক্ট করে আপনার প্রোফাইল এর এড দিতে হয় তখন আপনাকেও অন্যরা ফলো করবে তবে ফলোয়ার গুলো টিকবে কিনা এটা নিশ্চিত না। তবে সবচেয়ে কার্যকরী যে উপায় টা হচ্ছে আপনি টুইটারে #FollowHelp বা #FollowBack ইত্যাদি লিখে সার্চ করবেন। দেন রিসেন্ট যেই টুইট গুলো আসবে ওইখানে যারা লাইক বা রিপ্লাই দিবে তাদের ফলো করবেন। দেখবেন তারাও ব্যাক করছে। আরেকটা বিষয় হল এমন ফলোহেল্প এর একটিভ টুইট গুলো আরো পেতে যারা রিটুইট বা রিপ্লাই করছে তাদের টাইমলাইন ভিজিট করবেন। এভাবে খুব সহজেই প্রতিদিন ১৫০-২০০ ফলোয়ার বা তারও বেশি বাড়াতে পারবেন। তবে আপনাকে একটানা ফলো দেয়া থেকে বিরত থাকতে হবে এবং মাঝে মাঝে কিছুটা ব্রেক নিতে হবে। আপনি মিনিটে ৪/৫ টা করে ফলো করলে আশাকরি একাউন্ট রেস্ট্রিকটেড হবেনা।