Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 29/07/2023, 08:19:49 UTC


যারা ট্রেড করে  তাদের জন্য Bitcoin / BTC  নিউজ
ভালো করে বুঝে শুনে ইনভেস্ট করবেন

Bitcoin Update 🔴
বিটকয়েন বর্তমান প্রাইস ২৯২৭০$. বিটকয়েন আবারও রেজিস্টেন্স লেভেল ব্রেক করতে ব্যার্থ হয়েছে। সুতরাং এটা কিন্তু ভাল দিক না মার্কেটের জন্য।  মার্কেট বা বিটকয়েন ভাল হতে হলে ২৯৫০০০$ লেভেলের উপরে থাকতে হবে, তা না হলে বিটকেয়ন ২৮০০০$ এর নিচে আসতে পারে। তাই আমাদের এখন শক্ত স্টপ লিমিট ব্যবহার করা উচিত।

তাই  এখন যা করবেন ভেবে চিন্তে বুঝেশুনে করবেন।  তা না হলে হুট করে ইনভেস্ট করে লস খেয়ে যাবেন।