Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 29/07/2023, 18:12:18 UTC
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
ভাই অনলাইন জগৎ এ ক্লাউড মাইনিং বলে কিছু নাই। ক্লাউড মাইনিং এর বিষয়ে জানতে চাচ্ছেন আপনি যা বরাবরই স্ক্যাম হয়ে থাকে। মাইনিং করতে হার্ডওয়্যার ডিভাইস লাগে। এগুলা করতে মেশিন পাওয়ার লাগে যা আপনি আপনার মোবাইল এর প্রোসেসর দিয়ে করতে পারবেন না। করা সম্ভব কিন্তু শত বছর লেগে যাবে। আর যারা মাইনিং ফার্ম খুলে রেখেছে এবং ইনকাম করতেছে, তারা কেনো আপনাকে তাদের থেকে শেয়ার দেবে অ্যাাপ ইউজ করার জন্য? এগুলা ভুয়া ভাই। অনলাইন সম্পর্কে আপনার ধারনা আছে অবশ্যই, একটু ঘাটাঘাটি করেন। তাহলেই বুঝবেন।

ফ্রান্স, ব্রাজিলকে 2-1 গোলে রোমাঞ্চকর খেলায় হারিয়েছে যার মানে তাদের গ্রুপ গ্রুপ পর্বের চূড়ান্ত খেলায় নামবে।
New link: https://twitter.com/nytimes/status/1685306715078565889?s=20


এইসব পোস্ট এর মানে বুঝলাম না ভাই।