Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Volimack
on 30/07/2023, 09:11:24 UTC
যারা ট্রেডিং  করেন তাদের জন্য একটি সুসংবাদ
Elon Musk একটা পোস্ট শেয়ার করছে যেটা মার্কেট কে একটু রোমাঞ্চকর অনুভূতি দিচ্ছে।  Elon musk যদিও Doge Coin কে প্রোমোট বেশি করেন তাই Doge coin যেকোনো সময় 🚀🚀।  তাই Doge কিছু কিনতে পারেন আবার লোভে পড়ে সব ডলার দিয়ে কিনবেন না। এই সপ্তাহে বিটকয়েন একটু কনফিউজড ভাবে সাইড ওয়েতে ট্রেড করতে পারে।  সেক্ষেত্রে মার্কেট নিচেও আসতে পারে, সুতরাং ডলার বেশি থাকলে কিছু Doge  কিনতে পারেন।

বি: দ্র: I am not your financial adverser.  তাই নিজের রিস্কে নিজ এনালাইসিস করে বাই- সেল করুন।

তাই আমি আপনাদের মাঝে ট্রেড বিষয়ে কিছু শেয়ার করলাম।  ভালো লাগলে করবেন না লাগলে করবেন না । আমি এ ধরনের ট্রেডিং বিষয়ে আপডেট প্রতিনিয়তই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।
ধন্যবাদ


ফান্ডামেন্টাল এবং শুধুমাত্র নিউজ এর উপরে ভিত্তি করে কোনো ট্রেড নিলে বেশিরভাগ সময়ই তা লস হয়ে থাকে, টেকনিক্যাল এনালাইসিস খুব ভালো ভাবে ফলো এনালাইসিস না করে, শুধু নিউজ এর উপরে ট্রেড না নেয়াই ভালো, কারন আপনি রিস্ক ম্যানেজমেন্ট না যেনে ট্রেড নেয়া এবং বোকামি করা একোই জিনিষ।