Newbie member থেকে jr member হতে কি কি করতে হই। কারুর জানা থাকলে একটু বলবেন
অবশ্যই ভালো ভালো পোস্ট করতে হবে। আর সর্বনিম্ন একটা মেরিট না পাওয়া পর্যন্ত আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন না। তাই আপনার প্রতি অনুরোধ রইল, ভালো ভালো পোস্ট করেন এবং হেল্পফুল পোস্ট করেন। যাতে আপনার পোস্ট থেকে একজন মানুষ ভালো কিছু শিক্ষা লাভ করে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আর আপনি যদি কোন বিষয়ে বুঝে না থাকেন তাহলে গ্রুপে অনেক সিনিয়র ভাইয়েরা আপনাকে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। তাদের মধ্যে লিটিল মাউস ভাই ক্রিপ্টো লাইব্রেরী ভাই এহাসান ভাইয়ের কথা না বললেই না। এবার সব সময় বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য নিবেদিত প্রাণ।