Newbie member থেকে jr member হতে কি কি করতে হই। কারুর জানা থাকলে একটু বলবেন
শুধুমাত্র বাউন্টি করার জন্য যদি ফোরামে এসে থাকেন, তাহলে রেংক আপ করার চিন্তা ভুলে যেতে হবে। কারন বাউন্টি পোষ্ট এ কেউ মেরিট দিতে যাবে না। সাধারন ডিসকাশনে জয়েন করে ফোরামে একটিভ হতে হবে। সময়ের সাথে সাথে ফোরামের পরিবেশ বুঝে তার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। তবেই কেবল আস্তে আস্তে মেরিট পেতে শুরু করবেন। সাধারন ডিসকাশনে নতুন রা মেরিট পাওয়া কষ্টকর। আমার সাজেশন থাকবে আপনি যে ব্যাপরে বেশি ইন্টারেষ্টেড, সে ধরনের থ্রেড গুলোতেই একটিভ হোন। অবশ্য এর জন্য আপনাকে মোটামোটি ধরনের ইংরেজি জানতে হবে। আপনি যদি নিজে না বুঝেন বা মনের ভাব ভালো করে প্রকাশ করতে না পারেন, তাহলে ফোরামে টিকে থাকা মুশকিল।
এই থ্রেড এর প্রথম পেইজটি চেক করুন। সেখানে বেশ কিছু ইনফরমেটিভ পোষ্ট এর লিংক দেয়া আছে। পোষ্ট গুলো কয়েকবার পগলে অনেক কিছু শিখতে পারবেন।