Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sj13
on 31/07/2023, 13:40:19 UTC
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

Newbie থেকে  আপনি Jr.Member  পরিণত হতে হলে আপনাকে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে। যে পোস্টগুলো করবেন সে পোস্টগুলো যেন শিক্ষানীয় হয়।  আপনার পোস্ট দেখে যেন একটি মানুষ ভালো কিছু বুঝতে পারে এবং কিছু শিখতে পারে সে বিষয়ে আপনি পোস্ট করবেন সে যদি আপনার পোস্ট দেখে শিখতে পারে বা বুঝতে পারে তাহলে আপনাকে সে একটি বা একাধিক মেরিট দিতে পারে। আপনি একটি ম্যারিড পেলে Jr.Member  পরিণত হতে পারবেন. কারন আপনার Activity অনেক আছে।

আর হ্যাঁ একটি বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে যে। এখানে কোন আজেবাজে বা অশিক্ষা নিয়েও বিষয় পোস্ট করা যাবে না। যেগুলো দরকারি ও শিক্ষানীয় সেই ধরনের পোস্ট গুলো  করতে হবে। যেমন কিপটো কারেন্সি  বিটকয়েন বা মার্কেটিং এ ধরনের পোস্ট করার চেষ্টা করবেন। এখানে খেলা বা  পার্সোনাল বিষয় পোস্ট করবেন না।

আপনি যে বিষয়টি জানবেন না বুঝবেন না সে বিষয়টি এখানে পোস্ট করবেন।  আপনার পোস্টে অনেক মানুষই রিপ্লাই দিবে এবং সবকিছু বুঝিয়ে দিবে।

আর চেষ্টা করবেন এখানে প্রতিনিয়ত একটিভ থাকার জন্য। আমি আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারছি যে আপনি BOUNTY কাজে জড়িত।


 কিছু বিস্তারিত নিচে বলা হলো

আর এই বাংলা  বোর্ডে  প্রথম পেজে সমস্ত কিছুর ব্যাখ্যা দেয়া হয়েছে। আপনার মনে যা যা প্রশ্ন আছে ওখানে গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন।

যেমন
১. আমি বিটকয়েনের নতুন আমার করনীয় কি
২. বিটকয়েন ফোরামের  নতুন ব্যবহারকারীর প্রশ্ন ও উত্তর পর্ব
৩. ভালো পোস্টদাতা হয়ে উঠুন
৪. মেরিট সংক্রান্ত ধারণা
৫. ট্রাস্ট সিস্টেমের  সঠিক ব্যবহার
৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়
৭. বিটকয়েনটক ফোরামের  নিয়ম কানুন

ইত্যাদি আরো অনেক ধরনের প্রশ্ন উত্তর দেয়া হয়েছে।

আশা করছি কিছুটা বুঝাতে পেরেছি