Newbie member থেকে jr member হতে কি কি করতে হই। কারুর জানা থাকলে একটু বলবেন
Newbie member থেকে Jr member হতে হলে আপনাকে ৩০ টা Activity এবং ১ টা Merit দরকার। তবে আপনার কাছে ৩০টার বেশি Activity আছে কিন্তু কোনো Merit নেই। তাই আপনাকে ১টা মেরিট পেতে হবে।
আপনার প্রশ্ন হতে পারে, Merit কী, Merit কীভাবে পাওয়া যায়?
Merit কী?
উত্তর : Merit হলো একটি পুরষ্কার। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হয় তাহলে অন্য Bitcointalk ব্যবহারকারীর দ্বারা আপনার পোস্টে দেওয়া হয়। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হলে অন্যরা তাদের s-merit আপনাকে পুরষ্কার হিসেবে দিবে।
Merit কীভাবে পাওয়া যায়?
উত্তর : Merit পেতে হলে আপনাকে তথ্যপূর্ণ, দরকারী, আকর্ষণীয় এবং ভালো মানের পোস্ট করতে হবে।