Newbie member থেকে jr member হতে কি কি করতে হই। কারুর জানা থাকলে একটু বলবেন
ফোরামে প্রথমে নিয়মিত একটিভ থাকুন এবং ভালো মানের পোস্ট করার চেষ্টা করুন। ফোরামে যদি আপনি ভালো মানেন পোস্ট শেয়ার করতে পারেন সে ক্ষেত্রে ভালো মানের পোষ্টের জন্য আপনি কিছু মেরিট অর্জন করতে পারেন আপনার অর্জিত মেরিট এবং নির্দিষ্ট পরিমাণ এক্টিভিটি হলে আপনি জুনিয়রমেম্বার হতে পারবেন। ফোরামে জুনিয়র মেম্বার হতে সাধারণত একটি মেরিট এবং ত্রিশটি এক্টিভিটির প্রয়োজন।
ফোরামে কিভাবে দ্রুত রেঙ্ক বৃদ্ধি করা যায় আমার মনে হয় আপনার সেই বিষয়ে আগেই ফোকাস করা উচিত নয় বরং আপনার এই মুহূর্তে ফোকাস করা উচিত ফোরামের নিয়ম কানুন সম্পর্কে জানা এবং এবং আপনি যেটা জানেন সেটা ফোরামের সাথে শেয়ার করা। মেরিট অর্জন করা যদি আপনার প্রধান লক্ষ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ মেরিট অর্জন প্রধান লক্ষ্য থাকলে পোষ্টের মান কখনোই ভালো হয় না তাই আগে পোষ্টের মান ভালো করার চেষ্টা করুন।