
হ্যালো বন্ধুরা আমরা যারা ট্রেডিং করি তাদের জন্য Bitcoin মান্থলি রিটার্ন চাট একটি। এই মাসের যদি হিস্টোরিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন August September মোস্ট অফ দ্যা টাইম এখানে প্রতিবছরে এই মাসে মার্কেট ডাউনে থাকে বা নিচে থাকে। আপনি দুই মাসেই দেখতে পারছেন চ্যাটে (-) বেশি দেখা যাচ্ছে । সে ক্ষেত্রে আমাদের যে করণীয় Bitcoin সব সময় হিস্টোরিটাই দেখি। সে ক্ষেত্রে আমাদের এই দুইটা মাসে দেখেশুনে ট্রেড করতে হবে,,
তা না হলে আপনারা যারা নতুন আছেন ট্রেডিং য়ে হুট করে বুঝে না বুঝে শুনে ট্রেড করে লস খেয়ে যাবেন ।
এখন বর্তমানে Bitcoin যে পর্যায়ে আছে 29,108.40
এই Bitcoin টি এ পর্যায়ে থাকবে না হয়তো। উপরে 🚀 উড়াল দিবে, না হয়তো নিচে ডাউন হয়ে যাবে। তাই দেখে শুনে বুঝে ট্রেনিং করবেন ।