Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Queen707
on 04/08/2023, 11:03:41 UTC
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী? ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল? কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?
এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন।


ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী?

ট্রেডিং এর বাংলা অর্থ কেনাবেচা বা ব্যবসা করা। মুনাফা অর্জনের জন্য কোনো রকম কোনো পণ্য অথবা কোনো সার্ভিস বা কোনো সেবা ক্রয় বিক্রয় করাকে ট্রেডিং বলা হয়ে থাকে। আমি যদি আরও ভালো করে বলি তাহলে ব্যবসা করার উদ্দেশ্যে কোনো জিনিস অল্প দামে কিনে বেশি দামে বিক্রয় করাকে ট্রেডিং বলে। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বলতে বোঝায় অল্প দামে ক্রিপ্টোকারেন্সি কিনে বেশি দামে বিক্রয় করাকে।

কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?

ট্রেডিং করার জন্য আমরা যখন অনলাইন প্লাটফর্মে আসার পরে অনেকগুলো ট্রেডিং এর বিজ্ঞাপন দেখতে পারি। যেমন : Binomo, Binary, Expert Option. আসলে এগুলো কিন্তু ট্রেডিং না, এগুলো কিন্তু জুয়া সাইট। আর আপনি যদি খুব সহজে ট্রেডিং করে আর্ন করতে চান আহলে আপনি Binance, Kucoin এই ধরনের সাইট থেকে ট্রেডিং করবেন।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল?

আপনি যদি শরীয়তের কোনো নিয়ম ভঙ্গ না করেন। যদি আপনি শরিয়তের সমস্ত নিয়ম মেনে চলেন এবং যতদূর আপনি ব্যবসায়িক নিয়মের মধ্যে থাকেন তাহলে ট্রেডিং হালাল।