আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।
ট্রেড করে ডলার কামানো যদি এতোটাই সহজ হতো তাহলে রাস্তাঘাটের বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও ট্রেড করতো। এর জন্য অনেক জ্ঞান আর অভিজ্ঞতার প্রয়োজন হয়। এমনকি বড় বড় ট্রেডাররাও লস করে যতই ফুল প্রুফ প্লান হোক না কেনো। তাই এইসবে না বুঝেশুনে ইনভেস্ট না করাই বেটার।
এমন অনেক বড়ভাই দেখছি। প্রতিদিন সো অফ করতো দেখ দেখ উমুক ট্রেড থেকে উকুম ডলার কমাইছি আরো কতো কি! আর এখন তাদের দেখাই পাওয়া যায়। এইসব ছোট-বড় লাভ মুনাফা সবই ক্ষণস্থায়ী। পরবর্তীতে একটা বড়সড় লস সব নিঃস্ব করে দিয়ে চলে যায়।