ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে একই স্ক্যামার দল বার বার বিভিন্ন্য নামে এই ধরনের স্ক্যাম প্রোজেক্ট চালু করে থাকে, একটা দিয়ে স্ক্যাম করে কিছুদিন পরে আবার আরেকটা নামে বিজনেস এর মাধ্যমে স্ক্যাম শুরু করে। অনেকেই আবার এইসব স্ক্যাম প্রোজেক্টের জন্যে ডিলার ও নিচ্ছে, সবাই যদি সচেতন না হয় তাহলে বাংলাদেশের যারা নতুন অনলাইনে আসতে চাচ্ছে তাদের জন্যে অনেক খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে ।
হ্যা ভাই আমার কাছেও এমনটাই মনে হয়। ঘুরে ফিরে একই স্ক্যাম কোম্পানিগুলো নতুন নামে মার্কেটে আসে আর স্ক্যাম করে দিয়ে চলে যায়।
এই কিছুদিন আগেই বন্ধুমহল, সোসিয়াল মিডিয়ায় E-Movie Plan নামক স্ক্যাম নিয়ে সেই মাতামাতি দেখলাম। সামান্য মুভির টিকিট কিনে কিভাবে আয় হয় এই লজিক আমি বুঝতামনা। অনেক বন্ধুদের আবার দেখতাম ধুমায়ে ইনভেস্টও করতেছে। পরে তো শুনলাম স্ক্যাম করে ভেগে গেছে, সাইট ডাউন। অন্যান্য দেশের কথা জানি না বাট আমাদের মতো দেশে এইসব স্ক্যাম মরণ ব্যাধিতে পরিণত হইছে। আর মানুষ এ থেকে শিক্ষাও নেয়না হাজার হাজার লাখ লাখ টাকা লস খাওয়ার পরেও। এইসব স্ক্যাম কোম্পানিগুলোর টার্গেটই থাকে আমাদের মতো দেশগুলো।
নিউজ লিংক :
https://m.youtube.com/watch?v=6rLikJMEXdIনোট: লিংকটা শেয়ার করা যাবে কিনা আমার জানা নাই, যদি রুলস এর বাহিরে হয় কেউ বইলেন, লিংক সরায় দিবোনি, ধন্যবাদ।