Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 05/08/2023, 11:33:20 UTC
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
আপনার ব্যাপারটি খুবই দুঃখজনক, আপনি একজন বাংলা থ্রেডের জ্ঞানীগুণী সদস্য আপনিও লোভে পরে ভুল কাজ করে ফেলেছেন। আপনি যদি উইথড্র দিতে পারেন তাহলে অতি শিগ্রই উইথড্র করে ফেলুন। হয়তো সাইডটি উধাও হলে আপনি আপনার সব ডলার হাড়িয়ে বসতে পারেন।

আমরা অনেকেই আছি বিনা পারিশ্রমিকে টাকা ইনকাম করতে চাই। বিনা কাজে যে সাইড গুলো অর্থ দেওয়ার অফার করে থাকে সেই সাইড গুলোই স্কাম হয়ে থাকে। প্রকৃতপক্ষে কেউ স্বার্থ ছাড়া কাউকে কোন কিছু দেয় না। তাই কেউ আজেবাজে কোন সাইডে ইনভেস্ট করে অর্থ হারাবেন না। অতি লোভে তাঁতি নষ্ট কেউ বেশি লোভ করতে যাবেন না

উদাহরণস্বরূপ আমি যেভাবে মনে করি কিছু কোম্পানি আছে  একটা সাইড লঞ্চ করে অফার দিয়ে থাকে এভাবে কিছু ইনভেস্ট করলে প্রতিদিন এত এত টাকা পাবেন। পরবর্তীতে অনেকেই লোভে পড়ে ইনভেস্ট করে ফেলে। ৫০০০ করে যদি ২০ জনে ইনভেস্ট করে তাহলে ১ লাখ টাকা হয়। প্রথমে কোম্পানি বুদ্ধি খাটিয়ে লস দিয়ে থাকে। যারা ৫০০০ ইনভেস্ট করেছিলো তারা তাদের মূলধন রিটার্ন পেয়ে লাভ পেতে শুরু করে। কিছু দিন পাওয়ার পর সেই ২০ জন লোককে দেখে আরো ১০০ জনে ইনভেস্ট করে কোম্পানি ১০লাখ টাকা পায় কোম্পানি কিছু টাকা লস দিয়ে ১০ লাখ লাভ পায়।  এভাবে তারা হয়তো স্কাম করে টাকা হাতিয়ে নেয়। আমার এই অনুমান হয়তো ভুল হতে পারে।