আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
ভাই প্রথমত ওদের টার্গেট ই হচ্ছে একটা বড় এমাউন্ট নিয়ে ভেগে যাওয়া এটাকে সার্ভিস না বলে বলতে পারেন সাময়িক সান্তনা দিবে যতদিন তাদের এই ফাঁদে মানুষ পা দিতে থাকবে। আপনি জাস্ট ভাবুন আজকেই মানুষ নতুন ইনভেস্টমেন্ট করা বাদ দিয়ে দিল, তাহলে তো আমি মনে করি কালকেই আর কেউ পেমেন্ট পাবে না। যেহেতু এটা খুব ভাইরাল হয়ে গেছে এবং সবাই প্রতিনিয়ত এটাতে ইনভেস্ট করছে তাই এটা হয়তো আর কিছুদিন থাকতে পারে তবে খুব দ্রুতই মানুষ তাদের সর্বস্ব হারাবে এটা এক প্রকার নিশ্চিত।
আমাদের যেকোনো ইনভেসমেন্ট এর আগে অবশ্যই ভাবা উচিত:
১. আমরা কেন ইনভেস্ট করে প্লান কিনব?
২. আমাদের ইনভেস্ট করা টাকা দিয়ে কোম্পানি কি করবে?
৩. আমাদের যে প্রোফিকটা দিবে সেটা কিভাবে কোম্পানি জেনারেট করবে?
৪. আমাদের প্রোফিট দেয়ার পরেও কোম্পানির লাভ কি থাকবে?
৫. এত পরিমানে রেফার বোনাস কোম্পানি কিভাবে জেনারেট করবে?
এইসব প্রশ্নগুলো চিন্তা করলেই আপনি বের করতে পারবেন আপনার ইনভেস্ট করা উচিত কিনা। সব সময় বেশি লাভের আশায় বোকার মত ইনভেস্ট করা উচিত না। এটা আমি নতুন যারা তাদের উদ্দেশ্য করে বলছি। আশা করি সবাই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন এবং নিজের কষ্টে অর্জিত টাকা ফাঁদে পরে বা নিজের পায়ে কুড়াল মেরে নষ্ট করবেন না।