Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Volimack
on 05/08/2023, 13:54:27 UTC
⭐ Merited by Negotiation (1)
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।


আমার পরামর্শ হচ্ছে যতোটা দ্রুত সম্ভব আপনি , ডলার উইথড্রো করে নেন কারন বিভিন্ন্য প্লাটফর্ম এর অনেকেই এটা নিয়ে সতর্ক করছেন, এই মাস হয়তো পুরোপুরি নাও যেতে পারে তারা পালিয়ে যেতে পারে ।

Quote
MTFE একটি প্রতারণার নাম। এরা ইনভেস্টের নাম করে স্রেফ প্রতারণার একটা ব্যবসা করছে। ৫০ ডলার ইনভেস্ট করে মাসে ১৫০ ডলার ইনকাম, তার বেশি দিলে আরও ইনকাম এটা একটা প্রতারণার মডেল।
এই সাইটের বৈশিষ্ট টিপিক্যাল এমএলএম সাইটের মতই। মানে প্রথম দিকের ইউজার টাকা পায়, তারা প্রচারণা করে যে টাকা পেয়েছে, মাঝের দিকের ইউজাররাও মোটা অংকের প্রফিট করে এবং শেষের দিকের ইউজাররা লোভে পড়ে ধরা খায়।
এইসব প্রতারণার কথা আমাদের কথিত ইনফ্লুয়েন্সাররা মুখেও আনেন না। তারা পাবলিকলি এসব বলতে লজ্জা পান। কিন্তু এসব প্রতারণার কথা আলোচনা না হওয়ার কারনে বিদেশি এসব বিভিন্ন এপসের ফাঁদে পড়ে মানুষ অনেক টাকা-পয়সা হারাচ্ছেন। এদের টার্গেটেড ইউজার হল এমবি কিনে ভিডিও দেখা পাবলিক, এদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, ছাত্র, চাকুরীজীবি রয়েছেন।
মানুষেরও দোষ আছে, কিন্তু আমাদেরও এগুলা নিয়ে কথা বলা উচিত। তাহলে প্রতারণা করার সুযোগই পাবেনা এরা। আমাদের ফ্রিল্যান্সার/আইটি বিভিন্ন সংগঠন/ফেসবুক গ্রুপসহ বিভিন্ন কমিউনিটি হয়েছে যাদের এগুলা নিয়ে কথা বলা উচিত। দেশে বিভিন্ন ইভেন্ট হচ্ছে এখন, সেখানেও এসব প্রতারণা ধরা নিয়ে সেশন হওয়া উচিত। যেহেতু এদের প্যাটার্ন একই তাই কারও নাম উল্লেখ না করেও এদের প্রতারণা সম্পর্কে মানুষকে সাবধান করা যায়।
দিনশেষে সবাইকে সাবধান হতে হবে। মানুষকে ইন্টারনেট-শিক্ষিত করতে হবে। বেসিক কমনসেন্স শেখাতে হবে।
স্ট্যাটাসটি শেয়ার করে আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে সাবধান করুন।


Source


যেকোনো সময় ডলার আটকে দিতে পারে, এইসব থেকে আমাদের বিরত থাকাই ভালো।