Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 05/08/2023, 17:38:25 UTC
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো। উনি আমাকে বললো এটার দাম এখন কম, একটা তারিখের পর এই কয়েন কতো ডলার করে যেনো হবে বলেছিলো। উনি বিভিন্ন যায়গা থেকে ডলার কিনে কিনে সেখানে মোট ১২০০ ডলারের মতো ইনভেষ্ট করে। তো উনার দেয়া তারিখে চলে যাওয়ার পর জিগােইলাম ভাই কি অবস্থা আপনার কয়েনের? উনি আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। বা কি বলেছিলো আমার সঠিক মনে নাই। আজ অব্দি ওনাকে এই ব্যাপারে আর জিগাই নাই। আজকে এটার নাম দেখে জানলাম যে এটা স্ক্যাম।

আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।
@Learn Bitcoin ভাই আপনার হয়তো তারিখের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিটকানেক্ট খুব সম্ভবত 2016-2018 সালে তাদের অপরাধের বিস্তার করেছিল। ১৬ই জানুয়ারি ২০১৮ সালে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জনগণের মেরে দেওয়া টাকা রিফান্ড করার জন্য বাধ্য করা হয়।
এখানে হয়তো আপনার সালের উল্লেখ ভুল হয়েছে।
বিটকানেক্ট উইকিপিডিয়া: https://en.m.wikipedia.org/wiki/Bitconnect