যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।
আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।