Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 06/08/2023, 13:39:18 UTC
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
কিন্তু, ভিটালিকের কথা যে বললেন? উনি কিভাবে বিটকানেক্ট এর সাথে জড়িত ছিল? যতদুর মনে পরে ভিটালিক বিটকানেক্ট প্রজেক্টকে স্ক্যাম বলে টুইটারে পোস্ট করেছিল। সে কি এই কোম্পানির সাথে জড়িত ছিল? যদি রেফারেন্স সহ জানাতেন ভালো হত।
@Little Mouse আমার বুঝতে ভুল হয়েছিল সেজন্য বোধহয় আমি উপস্থাপন করতে ভুল করেছি।
Vitalik Buterin বিটকানেক্টের সাথে যুক্ত ছিলেন না।
আমি সরি ভাই।
তবে মাশরাফি মিন মুর্তজা এই কাজটা আসলে টাকার লোভে করেছিলেন। অথবা এমনও তো হতে পারে যে মাশরাফি মনে করেছিলেন যে প্রজেক্ট জেনুইন এবং মার্কেট থেকে উধাও হবে না। এই ভরসা থেকেও হয়তো সে প্রমোট করতে পারে। যেটা জানি না সেটা এভাবে না বলাই ভালো।