যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে।
ভাই দুটোই একই থিওরির উপর ভিত্তি করে পরিচালিত হয় অর্থাৎ গ্রাহকের টাকা দিয়েই গ্রাহককে সেবা দেওয়া বা প্রফিট দেওয়া। অর্থাৎ ১০ জনের ইনভেস্ট করা টাকা দিয়ে তিন জনকে প্রফিট দেয়া হচ্ছে ই-কমার্স রিলেটেড এমএলএম সাইট গুলোর কাজ। অন্যদিকে প্রথমদিকের সবাইকেই কিছুটা রিটার্ন দিয়ে একটা সময় পুরো টাকা নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে MTFE সাইটের পরিকল্পনা। অর্থাৎ দুটি ক্ষেত্রেই গ্রাহক ভুক্তভোগী হবে। তবে যদি কোম্পানির লাভের চিন্তা করেন সে ক্ষেত্রে ই-কমার্স রিলেটেড সাইটের থেকে সরাসরি ইনভেস্টমেন্ট স্কিম সাইটগুলো বেশি লাভ করে থাকে। কেননা তারা রেফার বোনাস এর লোভে ফেলে সবাইকে ইনভেস্ট করাতে উদ্বুদ্ধ করে এবং খুব অল্প পরিমানে রিটার্ন দিয়ে একটা বড় এমাউন্ট নিয়ে তারা পালিয়ে যেতে পারে।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হয়তো ই-কমার্স সাইটগুলো একটা সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিনে দিনে এই ফাঁদে জড়িয়ে পড়েছে যদিও তাদের নিজেদের পরিকল্পনা থাকতেও পারে ভবিষ্যতে টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালাবার যেমনটা ইওরেঞ্জ করার চেষ্টা করেছে।
যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
আমার জানামতে কোন অথরিটি বা সরকার এ ধরনের পারমিশন দিবে না। কেননা তারা কোনভাবেই তাদের আয়ের উৎস দেখাতে পারবে না। আর আমি আপনার দেয়া ইনফরমেশন এর উপর আস্থা রাখতে পারছিনা। আমার মনে হয়না তারা কোন ধরনের সার্টিফিকেট বা পারমিশন পেয়েছে। আর MTFE যদি ১/২ বছরের গ্যারান্টিও থাকত তাহলে তাদের কর্মচারীরাই সবার আগে সমস্ত জমি জমা বিক্রি করে MTFE বা এইধরনের প্লাটফর্ম এ টাকা ইনভেস্ট করে দ্বিগুয়ের বেশি প্রফিট করে বের হয়ে যেত। এমনকি বিশ্বের বড় বড় ধনকুবের তাদের র্যাংকিং বাড়ানোর জন্য বড় এমাউন্ট এখানে ইনভেস্ট করত। যেহেতু তাদের আয়ের কোন যথাযথ ও যুক্তিযুক্ত উৎস নেই তাই তারা অবশ্যই ভবিষ্যৎ স্ক্যাম করবে এটা নিশ্চিত আর এটা যেকোন সময় হতে পরে। এমন না যে যতদিন তাদের লাইসেন্স আছে ততদিন নিশ্চিন্তে চলবে।