Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 07/08/2023, 09:34:17 UTC
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ‍ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।

লাইসেন্স ২০ বছর নিয়ে রাখলেই কি ভাই? কোম্পানি যদি স্ক্যাম করে, তাদের ২০২৪ বা ২৫ অব্দি যে লাইসেন্স আছে, তারা সেটার দিকে তাকাবে না। ইভ্যালি বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলো বাংলাদেশে লাইসেন্স নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছিলো। তারাও মানুষকে স্ক্যাম করেছে। স্ক্যাম করে ফেললে লাইসেন্স সেই স্ক্যাম আটকাতে পারবে না। আর তারা যে লাইসেন্স এর কথা বলছে সেটা আদৌ আছে কি না সেটা কেউ জানে না। প্রতারক রা আপনার বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করবে। এস পি সির মতো প্রতিস্ঠান বাংলাদেশে লাইসেন্স পায় কিভাবে? ঘেটে দেখা গেছে ওরা একটা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছিলো।

MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।