মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা।
ভাই আপনার কথা শতভাগ সত্য বলে আমার কাছে মনে হচ্ছে।
আমাদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার অভাব আছে। আমি রিসেন্ট একটি ইন্সিডেন্টের কথা মনে করে দিতে চাচ্ছি eMovie. আমার পরিচিত অনেক বন্ধু তাদের সর্বস্ব এখানে হারিয়েছে এবং হারানোর পরে প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছে। তাই নিঃসন্দেহে বলা যায় এ সকল ক্ষেত্রে আইনের ফাঁকফোকর অনেক আছে যা সংশোধন করে একটি সুরক্ষিত ব্যবস্থা গড়ে তোলা অতীব জরুরী।