আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন।
মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে।
আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না
যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে।
শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই
২৩মারবে।
https://www.talkimg.com/images/2023/08/08/Gkcmf.jpegমাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
বাংলাদেশের সর্বক্ষেত্রে এখন মানুষ প্রতারিত হচ্ছে। আমিও এই সাইটে অনেক আগে একটি একাউন্ট করে রেখেছিলাম ভেবেছি বিনিয়োগ করা শুরু করব কিন্তু আপনাদের এই রকম পোস্ট দেখে বিনিয়োগ করার শখ মিটে গেছে। আমি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে একাউন্ট করেছিলাম তবে এখনো কোনো ডলার ডিপোজিট করিনি।