Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 08/08/2023, 12:55:56 UTC
⭐ Merited by fillippone (1)
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
আপনি মাত্র ১১টা পোস্ট করেছেন এরমধ্যেই মেরিট পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। এই মেরিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আপনি যদি পূর্বের পোস্টগুলি পড়ার চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাইহোক আপনাকে হতাশ হলে চলবে না চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতেই এক সময় মেরিট অর্জন করতে পারবেন। আপনি ভালো মানসম্মত, ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। আপনাকে মেরিট এর পিছনে দৌড়াতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় সিনিয়র সদস্যরা আপনা আপনি আপনার পোস্টে মেরিট দিয়ে দিবে। তাই নিয়মিত ফরমে এক্টিব থাকবেন, সিনিয়র ভাইয়েদের অনুসরণ করুন  ইনশাল্লাহ একসময় সফলতা পেয়ে যাবেন।