
মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
যত তাড়াতাড়ি সম্ভব টাকা উঠায় নেন ভাই। ৫০০-১০০০ লাভের আশায় ২০০$ হারায়েন না। হ্যা এখন হয়তো লসে আসেন কিছু, বাট এখনো সব ক্ষণস্থায়ী। বড়সড় মারা খাইয়েন না। তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এমন অনেক সাইট দেখছি অনেক অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে ২০$ লাগবে তারপর মাসে মাসে ৫০$, আবার ৫০$ ইনভেস্টে ৩০% কমিশন, ১০০$ এ ৫০% আরো কতো কি! দিনশেষে সবই Ponzi স্কিম।
আর এইভাবে ইনকাম করা টাকা হালাল কিনা এ নিয়েও আমার সন্দেহ আছে। (কেউ এই বিষয়ে জানলে জানায়েন)