Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 09/08/2023, 01:48:35 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
আজকে বিটকয়েন ফোরামের নিয়ম অনুসারে একটিভিটি বাড়ার কথা, যদি এক্টিভিটি বাড়ে তাহলে আজকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এর সবচেয়ে বর্তমানে একটিভ মেম্বার @ Learn Bitcoin ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলবেন। যদিও ভাই তার ফুল মেম্বারের পদমর্যাদা থাকা অবস্থায় সিনিয়র মেম্বারদের মেরিট অর্জন করে ফেলেছে। এত দ্রুত সফলতা পাওয়া ইউজার ফোরামে খুব কম পাওয়া যায়, ভাই এর মধ্যে একজন। ভাই যদি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ এর মেম্বার না হয়ে যদি অন্য কোন গ্লোবালের মেম্বার হতো তাহলে তাকে আমরা অন্যরকম পদমর্যদায় দেখতে পেতাম।
যাহোক ভাই বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। আমরা ভাইয়ের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করব যেন ভাই ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। আমরাও যেন ভাইয়ের মত ভবিষ্যতে সফলকাম হতে পারি।


Learn Bitcoin ভাই Advance সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম।