Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 09/08/2023, 10:35:35 UTC
⭐ Merited by 2Pizza410000BTC (1) ,DYING_S0UL (1) ,roksana.hee (1)
Bounty Signature Campaign এ কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আরে ভাই বাউন্টি সিগনেচার ক্যাম্পেইন ও Bitcoin পেয়িং সিগনেচার ক্যাম্পেইন একই রকম। এর জন্য আপনাকে আগে একাউন্টের যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ম্যানেজার আছে বাউন্টি সিগনেচার ক্যাম্পেইনের এর জন্য ন্যূনতম ফুল মেম্বার পদমর্যাদা নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে ফুল মেম্বাররা ওই সকল সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সুযোগ পায়।
যেহেতু আপনি