এক সময়ে এই ভাইটি এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে অনেক একটিভ থাকতে খুব সম্ভবত মেম্বার থাকাকালীন অবস্থা এই ভাইটিকে আমরা অনেক পোস্ট করতে দেখতাম। মোটামুটি কয়েক মাস চলে গেছে এই ভাইটি হঠাৎ করে ফুল মেম্বার থেকে আর সিনিয়র মেম্বার পর্যন্ত হয়ে গেছে। ভালো লাগছে আজকে আমাদের এই থ্রেড আরেকজন সিনিয়র মেম্বার পেল। অবশ্য ভাইকে সিনিয়র মেম্বার হিসেবে পেয়ে আনন্দিত যেমন হলাম ঠিক এই ভাইকে আমরা ভবিষ্যতে হিরো, লিজেন্ডারি মর্যাদা দেখেও এইরূপ আনন্দিত হতে পারি সেই প্রত্যাশা কামনা করছি।
যাহোক ভাই কনগ্রাচুলেশন, শুরু হোক আপনার পরবর্তী পদমর্যাদা পাওয়ার যাত্রা।