তবে আমার টারগেট আমিও একদিন লিজেন্ডারি র্যাংক এ যাবো, ফোরামে হেল্প পোস্ট গুলোতে কন্ট্রিবিউট করে রেপুটেশন অর্জন করবো।
এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!
CONGRATULATIONS প্রিয় Learn Bitcoin ভাই। আপনার অবদান bangla local থেকে অনস্বীকার্য। আপনার ডেডিকেশন অনুযায়ী সিনিয়র মেম্বার পর্দা মর্যাদা একটি ধাপ মাত্র কেননা আমরা আশা রাখছি একদিন আপনি আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পরিশ্রম যে কখনো বৃথা যায় না তার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনি। আমি বলব যারা নতুন ইউজার এবং ফোরামে সফলতা অর্জনের চেষ্টা করছেন তারা Learn Bitcoin ভাইয়ের ডেডিকেশন ও অবদান দেখে শিখতে পারেন। কেননা অনেকেই দেখছি ১০-১২টা পোস্ট করেই কাপিয়ে যান নয়তো মাঝপথে আশা ছেড়ে দেন।
আপনার আগামী র জার্নি সুন্দর হোক এই আশা রাখি। আর আশা রাখি অবশ্যই চেষ্টা করবেন আমাদের লোকাল থ্রেডের মেম্বার গুলোকে অ্যাপ্রিশিয়েট করতে যদি তাদের কাজ আপনার ভালো লেগে থাকে।
