বিটকয়েনটক এর অফিশিয়াল রুলস এ কোনো প্রজেক্ট কে প্রমোট করার ব্যাপারে নিষেধ নেই যদি না সেটা ফিশিং বা ম্যালওয়্যার না হয়। বিটকয়েনটক স্ক্যাম মোডারেট করে না। তার মানে যে কেউ চাইলেই তার ইচ্ছামতো ফোরামে স্ক্যাম সাইট প্রমোট করতে পারে। তবে স্ক্যাম মোডারেট না হলেও ফোরামে ডিটি মেম্বার রয়েছে। যারা স্ক্যাম প্রোজেক্ট গুলো দেখলে মানুষ কে সতর্ক করে থাকে। আর স্ক্যাম যারা প্রমোট করে তাদের কে সাধারনত নেগেটিভ ট্যাগ/ ফিডব্যাক দিয়ে থাকে। তবে হুট করেই একজন মেম্বার কাউকে নেগেটিভ ট্যাগ দিবে না যতোক্ষন এটা প্রমান না হচ্ছে যে প্রজেক্ট টি স্ক্যাম। বাউন্টি প্রজেক্ট স্ক্যাম করলেও ফোরামে মেম্বার রা খুব বেশি একটা কেয়ার করে না। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।
হ্যা ভাইয়া আমি ঐটা নিয়েই একটু কনফিউজড ছিলাম। কেউই তো জানবে না যতক্ষণ না প্রজেক্টটা স্ক্যাম করে। আর অন্য কেউ না দেখলেও ডিটি মেম্বাররা তো রেগুলার মনিটর/চেক করে কোথাও কোনো স্ক্যাম প্রমোট হচ্ছে কিনা। নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না। BTW আবারো স্বাগতম Sr. Member এ রাঙ্ক আপ হওয়ায়।
