Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 10/08/2023, 05:34:26 UTC
@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।