Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 10/08/2023, 12:06:15 UTC
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি আপনার টোকেন উথড্র করতে পারছেন না বলে এটাকে কেলেঙ্কারি মনে করছেন।

আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে JB কয়েন নিয়ছ। এটা মূলত রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে দেওয়া হয় বোনাস হিসেবে। যার বর্তমানে কোন ভ্যালু নেই। এই JB কয়েন কিন্তু ডেইলি টাস্ক, এবং লেবেল আপের মাধ্যমে ও ফ্রিতে পাওয়া যায়।
@Apolinario ভাইটি কি কারনে BC.game সাইটটিকে স্ক্যাম বলছেন সেটা কিন্তু ক্লিয়ার করে বলেননি। তাছাড়া দীর্ঘদিন ধরে এই সাইটটি চলে আসছে তাতে কোন নেগেটিভ রিভিউ আমরা জানিনা তবু আপনি যে কোন একটি কারণে হয়তো স্ক্যাম ঘোষণা করছেন।
আপনি যদি সত্যিই এই সাইটটি থেকে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে উপস্থাপন করুন।
আপনি অহেতুক একটি সাইটটিকে খারাপ বললে সেটি মেনে নেওয়া যায় না। তাছাড়া এই সাইটটির একটি প্রমোশন ক্যাম্পেইন আমাদের এই ফোরামে চলছে । আপনি যদি সত্যিই প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে Scam Auctions থ্রেডে গিয়ে টপিক খুলতে পারেন।