Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 3 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Gulttam2a2
on 12/08/2023, 11:00:34 UTC
⭐ Merited by 2Pizza410000BTC (1) ,synchronym (1) ,Mr.corol (1)
ভবিষ্যতে চলার পথে আমাদের সঞ্চয় করা আব্যশক নয়? আমরা বাঙালিরা এক টাকা উপার্জন করলে সেখানে দুই টাকা খরচ করে ফেলি। সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমরা এখন থেকে একটু একটু করে সঞ্চয় করতে থাকি তাহলে আমাদের ভবিষ্যতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আমি মনে করি। ছোট থেকেই কিন্তু বড় হয় এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যদি অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে থাকেন তাহলে দেখবেন অনেকদিন পর আপনি মোটা অংকের টাকা হাতে পাবেন। উদাহরণস্বরূপ আমি নিজে প্রতিদিন ৭০+ টাকা সঞ্চয় করে থাকি এটি আমি করে আসতেছি ১৮ মাস ধরে এতে প্রায় ৩৭০০০+ টাকা আমার সঞ্চয় হয়েছে। তবে এটিতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা সাধারণত বলে থাকে এই প্রতিদিন ১০/২০/৩০ টাকা এগুলো জমিয়ে কি হবে তারা একটু অধৈর্য হয়ে যায়। বিভিন্ন উপায়ে সঞ্চয় করা যায় যেমন ব্যাংকে ডিপিএস করে,লাইফ ইন্স্যুরেন্স করে,কেউ আবার মাটির ব্যাংকেও টাকা রাখে। ব্যাংকে ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটিতে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা রাখতে হয় এগুলো ২/৫/১০/১৫ বছর পর টাকা উঠানো যায়। আমি মনে করি আমাদের এখনই সঞ্চয় করা উচিত এই যুবক বয়স থেকেই। আপনি এখন আপনার সাধ্য অনুযায়ী টাকা জমাতে পারেন এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে আপনি প্রতিদিন কত টাকা সঞ্চয় করবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই আমি বলব প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করার অভ্যাস করুন অথবা আপনার মাসিক ইনকাম যাই থাকুক না কেন সে ইনকামের একটি অংশ দিয়ে সঞ্চয়ের একটি অভ্যাস গড়ে তুলুন।