Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 13/08/2023, 10:03:52 UTC
এই পোস্টটি দেখে আমার ছোট দিনের কথা মনে পড়েছে কারণ ছোট্ট সময়ে আমরা মাটির তৈরি ব্যাংক ব্যবহার করতাম। বাবার দেওয়া কিছু অর্থ খরচ করে বাকিটুকু (প্লাস্টিকের ব্যাংক ও মাটির তৈরি ব্যাংক)ব্যাংকে জমা রাখতাম। তবে আমাদের (প্লাস্টিকের ব্যাংক ও মাটির তৈরি ব্যাংক) জমা রাখি সে পরিমাণে অর্থ থেকে যায়।
যেহেতু আমাদের সবার জীবনে এক সময় বৃদ্ধ বয়সে পৌঁছাতে হবে তাই যে অর্থ জমা রাখবেন সেটুকু দিয়েই আপনি বিটকয়েনে অর্থ জমা রাখেন আপনার অর্থ ৩× -৫×গুন বেশি বৃদ্ধি পাবে। যেহেতু সরকারি চাকরির কথা অনেকেই উল্লেখ করেছেন তাই সরকার তার শ্রমিকের মূল বেতন থেকেই অর্থ সঞ্চয় করে রাখে দেখে লাস্ট পর্যায়ে পাহাড় পরিমাণ সম্পদ দেখা যায়।
আপনারও পাহাড় পরিমান সম্পদ বৃদ্ধি করার প্রক্রিয়া জানা থাকতে হবে। আপনি যদি আপনার এই ব্যাংকে জমানো অর্থ দিয়েই বিটকয়েনে বিনিয়োগ করে রাখেন দীর্ঘকালীন সময়ের জন্য অবশ্যই আপনার শেষ সময়ে আপনার এই বিটকয়েন পাহাড় পরিমান সম্পদ দাঁড়াবে। কারণ ভবিষ্যতের দিকে বিটকয়েন দাম আরো বৃদ্ধি পেলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে তাই কোনরকম চিন্তাভাবনা না করেই একটি হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করে আপনার সম্পদ গচ্ছিত রাখতে পারেন। ব্যাংকের টাকার মতো বিটকয়েন আপনার বৃদ্ধ বয়সে কাজে লাগবে।
আপনি খুবই সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, কেননা দিন যাচ্ছে আমাদের দেশের (Inflation) মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। আজকের ১০০০ টাকা ৫-১০ বছর পরের ১০০০টাকার অনেক পার্থক্য দেখা যাবে। তাই আমাদের দেশের মুদ্রা সঞ্চয় না করে বিটকয়েনের বিনিয়োগ করলে মুদ্রাস্ফীতি থেকে নিজের সম্পদ রক্ষা পাবে। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে অর্থ ডলারে থাকবে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি বাড়লে ডলারের মান বেড়ে যায়। তাই আমরা যারা অর্থ সঞ্চয় করতে চাই বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে ভালো হবে।