অনেকদিন পর একটিভ হলাম নিজের ভুলের কারনে আজকে একাউন্টে নেগেটিভ ট্রাস্ট খেয়ে বসে আছি। মন-মানসিকতা খারাপ হওয়ার কারণে ফরমে একটিভ হই না। আজকে একাউন্টে কয়েকটা সেন্ড করার মতো মেরিট ছিলো কয়েকজন কে সেন্ড করে দিলাম এতে অনেকের উপকারে আসবে। জানিনা আমার এ ভুলের কোন ক্ষমা হবে কিনা। আমার একাউন্ট থেকে নেগেটিভ ট্রাস্ট কখনো তুলে নিবে কিনা।