Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
RewFrew
on 14/08/2023, 20:30:06 UTC
আজ আমার মন অনেক খারাপ। আজ রাত ৮:৪০ মিনিটে আমদের সকলের প্রিয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিদি দীর্ঘদিন বাংলাদেশের আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি বিশ্বনিন্দত একজন আলেমেদীন ছিলেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।