একদিন শাহবাগ প্রজন্ম চত্বরে মরহুম মাওলানা সাঈদীর ফাঁসির দাবিতে মে সকল নাস্তিকরা আন্দোলন করেছিলেন আজ সেই নাস্তিকের দল গুলো কই। কই সেই ইমরান নাস্তিক ও মরিয়ম রা যারা দেলোয়ার হোসেন সাঈদীর ও মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে বিক্ষোভ ও চিল্লাচিল্লি করছিল। আল্লাহ তায়ালা তোমাদের দুনিয়াতে জীবিত অবস্থায় আত্বসন্মান বিলীন করে দিয়েছে অথচ শহীদ মাওলানা সাঈদীকে আল্লাহ তায়ালা এমন মর্যাদা দান করেছেন। যেখানে তার ফাঁসি দাবীর জন্য আন্দোলন করা হতো সেখানে গতকাল রাতে রাতভর সাঈদী ভক্তরা দোয়া ও কোরআন তেলাওয়াত করে তার রুহের মাগফিরাত কামনা করেছে। শেষ রাতের দিকে হাজার হাজার ভক্ত তাহাজ্জুদের সালাত আদায় করেছে। তাহলে আপনারাই বলুন যাকে আল্লাহ সম্মান দেন তাকে যতই আপনারা দমিয়ে রাখুক না কেন রাখতে পারবেন না কারণ আল্লাহতালা যাকে সম্মান দেয় দুনিয়ার কোন শক্তি নেই তাকে দমিয়ে রাখতে পারে।