Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 18/08/2023, 12:06:41 UTC

আচ্ছা MTFE কি চলে গেছে?


ভাই আমি আগেই বলেছিলাম কোন থার্ড পার্টি অ্যাপস এ ওয়েব সাইটে ইনভেস্ট করবেন না।  কারণ এখনকার থার্ড পাটি ওয়েবসাইট বা অ্যাপস আপনাকে প্রথমে লোভে ফেলবে । তারপরে আস্তে আস্তে অনেক মানুষকে ইনভাইট করে প্রথমে আপনাদেরকে টাকা দিবে তারপরে সে প্রজেক্ট স্ক্যাম  করে দিবে। তেমনই তো হয়েছে MTFE কারণ ভাই আমাদের বাঙালি মানুষগুলোই অতিরিক লোভ লোভে পড়ে যেকোনো ধরনের ওয়েবসাইটে ইনভেন্ট করে বসে। এই জন্য তারা লস খেয়ে  বসে, আমি আগেই বলেছিলাম MTFE ভালো না এটি স্ক্যাম প্রজেক্ট।
 

 সত্যি যদি গিয়ে থাকে আমার সেই সকল ভাইদের জন্য কস্ট হচ্ছে যাদের কষ্টের টাকা। আমি বার বার নিষেধ করছি আমার কথা শুনেন নাই।  ভাইরে আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম । যাই হোক আমি আপনাদের  অনেক ভালবাসি কারন আপনাদের জন্য আমি হয়তো আপনাদের সিনিয়র অবদি যাইতে  পারবো তাই 
আমি চাইনা আপনাদের টাকা নস্ট হোক। সঠিক ভাবে ট্রেড না করে লোভে পড়ে টাকা নষ্ট করবেন না।

আর হ্যাঁ দেখে শুনে বুঝে শুনে ট্রেনিং করবেন
আর থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করবেন না।


MTFE  Grin ভাই আজকে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে দেখলে খুবই হাসি পেয়েছে আসলে আমরা বাঙালি জাতি যেখানে বেশি লাভ সেখানে বিনিয়োগ করতে পছন্দ করি। মূলত অনেক লোকেরাই এই অ্যাপসটিতে বিনিয়োগ করেছিল এবং দীর্ঘদিন ধরে চলছিল অবশেষে সবাইকে লাল বাতি জ্বালিয়ে চলে গিয়েছে মনে হচ্ছে। কি বলবো ভাই এরকম প্রতারকদের ফাঁদে বেশিরভাগই আমরা বাঙালিরা পড়ে থাকি তাই আমাদের সতর্ক হওয়া জরুরি। আমি দেখলাম কয়েকটি ভিডিও আমার চোখের সামনে এসেছিল একজন ব্যক্তি তার বাড়ির গরু বিক্রি করে ইনভেস্ট করেছিল সবকিছু জলে গিয়েছে। তাই আমাদের এই MTFE কে দেখে সতর্ক হতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কেলেঙ্কারি অ্যাপস আনলে সেখানে বিনিয়োগ না করা।
মানুষ অর্থ না হারালে চালাক হয় না এটা আমরা বাঙালি জাতি জানি  Grin তাই আমাদের অর্থ হারাতে ক্ষতি নাই  Grin
https://www.facebook.com/s.m.sazzat/videos/311660468188118/?app=fbl
ভিডিওটা দেখেন আর মন খুলে হাসুন।