আচ্ছা MTFE কি চলে গেছে?
ভাই আমি আগেই বলেছিলাম কোন থার্ড পার্টি অ্যাপস এ ওয়েব সাইটে ইনভেস্ট করবেন না। কারণ এখনকার থার্ড পাটি ওয়েবসাইট বা অ্যাপস আপনাকে প্রথমে লোভে ফেলবে । তারপরে আস্তে আস্তে অনেক মানুষকে ইনভাইট করে প্রথমে আপনাদেরকে টাকা দিবে তারপরে সে প্রজেক্ট স্ক্যাম করে দিবে। তেমনই তো হয়েছে MTFE কারণ ভাই আমাদের বাঙালি মানুষগুলোই অতিরিক লোভ লোভে পড়ে যেকোনো ধরনের ওয়েবসাইটে ইনভেন্ট করে বসে। এই জন্য তারা লস খেয়ে বসে, আমি আগেই বলেছিলাম MTFE ভালো না এটি স্ক্যাম প্রজেক্ট।
সত্যি যদি গিয়ে থাকে আমার সেই সকল ভাইদের জন্য কস্ট হচ্ছে যাদের কষ্টের টাকা। আমি বার বার নিষেধ করছি আমার কথা শুনেন নাই। ভাইরে আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম । যাই হোক আমি আপনাদের অনেক ভালবাসি কারন আপনাদের জন্য আমি হয়তো আপনাদের সিনিয়র অবদি যাইতে পারবো তাই
আমি চাইনা আপনাদের টাকা নস্ট হোক। সঠিক ভাবে ট্রেড না করে লোভে পড়ে টাকা নষ্ট করবেন না।
আর হ্যাঁ দেখে শুনে বুঝে শুনে ট্রেনিং করবেন
আর থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করবেন না।
MTFE ছিলো সবচেয়ে বড় একটা স্কাম। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই দেশগুলোর পাবলিক সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে। হিউজ পরিমান টাকা স্কাম করছে এই MTFE. এর কোর টিম এনোনিমাস বিসেবে আছে আর বিভিন্ন ধরনের সেমিনার করে এটারে প্রচার করছে এই বাংগালীদের মতো বোকাচোদারা। একটা হাস্যকর বিষয় হলো এটার উইথড্ররাল বন্ধ আছে ১৫ দিন আগে থিকা আর আজকে লস দেখাইয়া সবার ব্যালেন্স - হইয়া আছে। আমার এক বন্ধুর একাউন্ট ব্যালেন্স ছিলো ২৪৬$ এখন হইয়া আছে -২২২$ হা হা। এইরহম সবার ব্যালেন্সই -ব্যালেন্সে চইলা গেছে।
আমার আসেপাশে অনেকেই এখানে ইনভেস্ট করেছে আমার কাছে যে জিজ্ঞেস করছে আমি তারে ইনভেস্ট করতে না করছি কারন এরকম MLM সাইট এর আগেও অনেক দেখা গেছি আবার স্কাম করে ভাগছে এর আগে এমন হাইপে ছিলো RingID এটাও ছিলো একটা বড় স্কাম এখানে ইনভেস্ট কইরা অনেক পোলাপান বিরাট ক্ষতিগ্রস্ত হইছে আমার এক বন্ধু ছিলো ও PC কেনার জন্য বাসা থিকা টাকা নিয়া Pc না বানাইয়া RingID তে ইনভেস্ট করছিল আর ও ইনভেস্ট করার পর পরেউ RingID ভাগছে। ১ টাকাও তুলতে পারছিলো না। এইসব সাইটগুলো এভাবেই কিছুদিন টাকা দিয়া এর পর বড় এমাউন্টও নিয়া হাওয়া হইয়া যায়। যারা আসলে অনলাইনে নতুন তারাই এইসব যায়গায় ইনভেস্ট করে আর কিছু না বুইঝা বড় বড় কথা কয় আর রেফার করার নিগা বন্ধুবান্ধবদের ভূগোল বুঝ বুঝায়।