Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 21/08/2023, 10:19:57 UTC
⭐ Merited by hugeblack (1)
MTFE Embarrassed



যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

কেন আমি ইউটিউবারদের উপর দোষ দিব।
আপনি তো জেনে, বুঝে, আলোচনা করে, ওয়েবসাইট দেখে বিনিয়োগ করেছেন তারা তো সরাসরি (বিনিয়োগের শুরুতে) আপনার ওয়ালেট থেকে ডলার নেয়নি। অপরিচিত একটি জায়গা বিনিয়োগ করার পূর্বে মুহূর্তে অবশ্যই চিন্তা করা উচিত সাইটটি কিভাবে আপনাকে এত অর্থ বেনিফিট দিচ্ছে। তার কাজ কি এবং লক্ষণ গুলো দেখে আপনাকে সতর্ক হতে হবে অন্যথায় এসব ইউটিউবারদের কখনো দোষ দেওয়া উচিত না।

ইউটিউবারগুলো লাইক কমেন্ট এবং শেয়ারের আশায় তারা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে তাই তাদেরক ভিডিও দেখে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং বিভিন্ন মানুষ কমেন্ট করেছে তাদেরকে ফলো করতে হবে পজেটিভ অথবা নেগেটিভ কোন পর্যায়ের কমেন্ট বেশি হচ্ছে। আমি কমেন্টগুলো দেখেছি অনেকেই অনেক ধরনের মতবাদ সৃষ্টি করেছে তাই এরকম জায়গায় কখনো ভিডিও দেখে বিনিয়োগ করা উচিত নয়।