Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Eternal Truth
on 21/08/2023, 13:49:11 UTC
MTFE Embarrassed

https://talkimg.com/images/2023/08/21/MthL8.jpeg

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

ভাই ইউটিউবারদের দোষ দিয়ে কোন লাভ হবে না কেননা তারা আপনাকে বলেনি যে আপনি অ্যাকাউন্ট করুন এবং বিনিয়োগ করুন।

আপনি হয়তো কোথাও MTFE নিয়ে আলোচনা শুনেছেন অথবা কারো কাছে শুনেছেন যে এখানে বিনিয়োগ করলে প্রচুর বেনিফিট পাওয়া যায় তাই আপনি লোভে উদ্বুদ্ধ হয়ে এখানে এসব ইউটিউবারদের ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছেন। তারা কিন্তু এটাও বলেনি যে আপনি ডলার নিয়ে সেখানে ডিপোজিট করুন এবং হোল্ড করে রাখুন। আপনি নিজের ইচ্ছায় এসব করেছেন এবং ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটার দায়ভার আপনার নিজেকেই নিতে হবে।

এখন এসব ইউটিউবারদের দোষ দিয়ে এবং তাদের আনফলো দিয়ে কোন লাভ হবে না। কেননা একটা কথা চিরন্তন সত্য যে "লোভে পাপ, পাপে মৃত্যু"।

তাই সকলেরই এসব স্কাম সাইট গুলো থেকে বিরত থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে আরো ক্ষতির সম্মুখীন হতে পারেন।