Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 23/08/2023, 04:15:39 UTC
MTFE Embarrassed

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
এদেরকে ব্লক করে কোন লাভ নাই কারণ যারা এই কোন পঞ্জি স্কিমে বিনিয়োগ করে তারা শুরুতে জেনে বুঝেই বিনিয়োগ করে। আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি কিছুদিন থাকলেই টাকা উঠে যাবে আর আমি তো বেশি টাকা বিনিয়োগ করতেছি না। অল্প টাকা বিনিয়োগ করতেছি আসলে আসলো গেলে গেল। কিন্তু তারাই যখন টাকা পেতে থাকে এবং একটু দীর্ঘ সময় ধরে পেতে থাকে। তখন তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের সর্বস্ব তখন বিনিয়োগ করে আর হয়ে যায় পথের ফকির।
অ্যাপস বন্ধ, এমটিএফই’র সিইওরা ওমরা হজে!
ঠিক বলেছেন ভাই,  আসলে অনেক মানুষের টাকা মেরে দিয়ে তারা ওমরা হজে গিয়েছেন, বাংলাদেশে তারা অন্যতম নজির হয়ে থাকবে সারাজীবন । যারা ধরা খাবার তারা সবসময় ধরা খাবে।  Cheesy

মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে যদি হজ করে তাহলে তাদের হজ যদি হতো তাহলে সবাই এরকমই করত। তারা যদি সারা জীবন মক্কা শরীফে পড়ে পড়ে মরে যায় তাও তাদের হজ কবুল হবে না। তাদের এরকম ওমরা হজ করার কোন মানেই হয় না মানুষের টাকা লুটপাট করে খেয়ে মানুষের সাথে বাটপারি করে আল্লাহর রাস্তায় গেলে সেটা আল্লাহতালা কখনোই কবুল করবে না। লক্ষ লক্ষ মানুষের বদ দোয়া রয়েছে তাদের ওপর কেউ তাদেরকে ক্ষমা করবে না।

হুম ভাই অনেক ক্ষেত্রেই এগুলা এখন আমাদের দেশের কালচার হয়ে গেছে অনেকে সময় আমাদের দেশের উচ্চ পর্যায়ের লোকজনদেরকে দেখলে এগুলা দেখা যায়, যে তারা অন্যদের হক নষ্ট করে বা অন্যের টাকা মেরে হজ পালন করতে যায়।



বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর কেটে গেছে সাত বছর। ২০১৬ সালের ফেব্রুয়ারির ঐ ঘটনা এবার উঠে এসেছে হলিউডের প্রামাণ্যচিত্রে।

অনেক দেশ বাংলাদেশের পেছোনে যেভাবে লাগছে আর আমাদের দেশের গোড়াতেই যে অনেক ধরনের সমস্যা তাতে করে মনে হচ্ছে আগামিতে বাংলাদেশ হয়তো অনেক বড় একটা ধাক্কা খেতে চলেছে সেটা বিভিন্য দিক দিয়ে ।  বিশেষ করে সাইবার নিয়ে প্রশ্ন বেশি উঠছে।