Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম
ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে
Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।