এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
ভাই আসলে কিছু বাউন্টি হান্টার আছে যারা শুধুমাত্র জুনিয়র মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ লোকালে আসে। আপনি বিশ্বাস করেন বা না করেন তারা একটি বা দুটি মেরিট পাওয়ার পর আল্লাহ হাফেজ বলে সেই যে চলে যায় তার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
অনেকেই আছে এখানে তাদের প্রথম পোস্ট শুরু করে কিভাবে মেরিট পাওয়া যাবে, আমি কিভাবে মেরিট পেতে পারি, জুনিয়র মেম্বার হতে হলে কি করতে হয়, এরকম নানা অর্থহীন প্রশ্ন করে । যদিও কোন কারনে এরা দুই একটা মেরিট পেয়ে যায় তারপর থেকেই এরা স্ক্যামিং শুরু করে দেয়।
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে।