Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 24/08/2023, 06:35:31 UTC
--

আপনার লেখা এবং চিন্তা আমার ভালো লেগেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে কি এটা আসলে সম্ভব? আমি একটা ইন্ডিয়ান মুভি দেখেছিলাম যেখানে কৃষক রা তাদের জমি ছাড়তে নারাজা আর মুভির হিরো কৃষকদের পাশে দাড়িয়েছিলো। বাংলাদেশে যদি কেউ কৃষি নিয়ে উচ্চ শিক্ষা লাভ করে গ্রামে এসে কৃষি কাজে লাগে, বাংলার মানুষ তাকে বলবে ভোদাই। সবাই যদি শিক্ষিত হয়ে বিদেশ চলে যায় বা বড় বড় চাকরি করে, তবে জমিতে চাষ করবে কে? খাবার আসবে কেথা থেকে?

জব সেক্টরে গেলেও একাডেমিক সার্টিফিকেট ছাড়া মূল্যায়ন করা হয় না। আপনার সিজিপিএ খারাপ হলে আপনি জব পাবেন না। আমি এমন অনেক কেই দেখেছি যাদের সিজিপিএ ভালো কিন্তু প্র্যাকটিক্যালি কাজে ভালো না। আবার সিজিপিএ খারাপ মানুষরাও প্র্যাকটিক্যাল কাজে ভালো হতে পারে।