Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 24/08/2023, 14:24:09 UTC
⭐ Merited by hugeblack (1)
কোট~
লেখাপড়া করার প্রধান উদ্দেশ্য হচ্ছে চাকরি করা, ছোটবেলা থেকে যখন বাবা-মা আমাদের লেখাপড়া করার জন্য প্রেশার দিয়ে থাকে তখন থেকেই আমাদেরকে বলে থাকে যে যদি আমরা ভালোভাবে লেখাপড়া না করি তাহলে কখনোই ভালো চাকরি করতে পারবো না এবং কখনোই ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো না। আজ পর্যন্ত কোন গার্জিয়ান কে দেখলাম না যে সে তার সন্তানকে বলছে নিজের জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া কর বরং তাদের উদ্দেশ্যই থাকে ছেলে লেখাপড়া করবে এবং লেখাপড়া করে বড় ধরনের একটা চাকরি করবে। আমাদের দেশে উদ্যোক্তাকে তেমন মূল্যায়ন করা হয় না। ‌ গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ব্যক্তি যখন গ্রামে এসে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে তখন মানুষ তাকে বিভিন্ন কটু কথা বলবে এবং তার গার্জিয়ান কে বলবে এত কষ্ট করে সন্তান লেখাপড়া করিয়েছেন এই কৃষি কাজ করানোর জন্য। নিজের এলাকার বাইরে গিয়ে যদি রান্নার কাজ করতে হয় তারপরও মানুষ তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে কিন্তু একজন ব্যক্তি যখন নিজের এলাকায় যদি আর ১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করে তারপরও মানুষ তাকে ভালো চোখে দেখবে না। একজন চাকরিজীবী মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে না কিন্তু একজন উদ্যোক্তা চাইলে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে। শিক্ষা হচ্ছে নিজের জন্য আপনি উদ্যোক্ত হন অথবা চাকরি করেন আপনার যদি শিক্ষা থাকে তাহলে সেই শিক্ষা আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্রে কাজে লাগবে তাই শিক্ষার সাথে কখনোই চাকরি অথবা নিজের ব্যবসার তুলনা করা উচিত নয়।