Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 25/08/2023, 10:30:38 UTC
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা


🇧🇩 Bangladesh: 4.7%

Source

আমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।

ভাই আমি এটা কখনো বিশ্বাস করব না যে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে একটি চক্র হতে পারে।
কেননা আমরা যারা বর্তমানে বাংলাদেশে বসবাস করি এবং রয়েছি শহরাঞ্চল ও গ্রাম অঞ্চল সব জায়গায় যুবকেরা তাদের লেখাপড়া শেষ করি চাকরির খোঁজে দৌড়াদৌড়ি করছে কিন্তু কোন চাকরি হচ্ছে না তাদের।
আপনি যদি আপনার এলাকার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনাদের যারা সিনিয়র পারসন রয়েছে তারা চাকরির খোঁজে শত চেষ্টা করেছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না তাহলে কিভাবে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম।
আমি অনেক চেষ্টা করেছি চাকরির জন্য কিন্তু কোন চাকরি পাইনি বরং সরকারি চাকরির জন্য গেলে 10 লাখ 12 লাখ টাকার মতো ঘুষ দিতে হয় তাছাড়া কোন লোকের চাকরি হয় না।
আপনি যদি ভালোভাবে দেশের বিভিন্ন স্থানের লোকজন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশে কত পার্সেন্ট বেকারত্ব দের হার রয়েছে।
আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এতে বেশিরভাগ লোকেরাই বেকারত্ব জীবনযাপন করে যারা পড়ালেখা শেষ করে অযথা বসে আছে তাদের চাকরি হচ্ছে না সে ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে ৫০% বেকারত্ব হার রয়েছে।
আর এরকম সোশ্যাল মিডিয়াগুলোতে বেশিরভাগও মিথ্যা প্রচলন করে থাকে তাই আমি এরকম সংবাদকে কখনো মেনে নেব না কেননা আমরা আমাদের দেশে বসবাস করি এবং আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি দেশের লোক কতটা অভাব অনটনের মধ্যে রয়েছে।