Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 26/08/2023, 09:57:24 UTC
⭐ Merited by Z_MBFM (1) ,LDL (1)
আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?


@Z_MBFM ভাইকে বিশেষভাবে অভিনন্দন, মেম্বার থেকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আমি আপনার উজ্জল ভবিষ্যৎ কামনা করি