আজকাল আমাদের লোকাল থ্রেডের বেশ উন্নতি হচ্ছে। সম্প্রতি আমাদের লোকাল বোর্ডের Learn Bitcoin, Z_MBFM, Tiger420 ভাইদের রেঙ্ক আপ হয়েছে। তাই আমি ভাবলাম একটা রেঙ্ক লিস্ট তৈরি করি।
Bangladesh Board Members
Legendary Hero Sr. Member Full Member Member Jr. Member
_________________ _________________ _________________ _________________ _________________ _________________
Little Mouse Crypto Library Learn Bitcoin Z_MBFM Bd officer Tiger420
GazetaBitcoin Shishir99 Bitcoin_people DYING_S0UL Poorman2
LDL RewFrew 2Pizza410000BTC Essential10
Popkon6 synchronym
Dimitri94
Fuso.hp
Negotiation
আপনার সামান্য ভুল হয়েছে। আপনি GazetaBitcoin কে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সদস্য হিসেবে লিস্ট করেছেন। আসলে সে আমাদের কমিউনিটির সদস্য নন। মাঝে মাঝে
সে এখানে পোস্ট করে তার পোস্টের অনুবাদের বিশ্লেষণ করার জন্য।
আপনাকে ধন্যবাদ কেননা এই ধরনের লিস্ট এখন পর্যন্ত কেউ করেনি ।